চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দিনব্যাপী ইউনিয়ন পরিষদ চত্বরে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ ১,১৪৩ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়নের ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুর ইসলাম সবুজ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শিমুল, পাশাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিয়াউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহিদ হাসান, আমিরুল ইসলাম, রাজু আহমেদ, কিতাব আলী, শওকত হোসেন, আলীকদর বিশ্বাস, গোবিন্দ চন্দ্র ঢালী, প্রশাসনিক কর্মকর্তা মনিরুল আমিন এবং মহিলা ইউপি সদস্য জেসমিন নাহার, নাছবিন আক্তার ও রোমেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
আর কে-০৭







