অসুস্থ হওয়ার পর তামিম ইকবালের সুস্থতার খবর দেশে ক্রিকেটাঙ্গনে আশার আলো হয়ে এসেছে। হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পর চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।
এ ঘটনা দেশের ক্রিকেট দুনিয়ায় একটি শোকাবহ পরিস্থিতি তৈরি করেছিল। প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। তার হার্টে রিং পরানো হয়েছে এবং তিনি বর্তমানে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে, আশার কথা হলো যে তার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে।
সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, “জ্ঞান ফিরেছে তামিমের। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি।”
মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের সময়ই তামিম অসুস্থ হয়ে পড়েন। টসের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মাঠে ফিল্ডিংও করতে পারেননি। তার শারীরিক অবস্থার অবনতির পর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।
সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমকে জানান, “তামিমের হার্ট অ্যাটাক হয়েছিল, তবে এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্ট সফলভাবে করা হয়েছে। ব্লকটি পুরোপুরি চলে গেছে। এখন তিনি অবজারভেশনে রয়েছেন।”
তামিমের পেজ থেকেও এক পোস্টে তার শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত জানানো হয়। পোস্টে বলা হয়, “টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে দ্রুত গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে করে তিনি চিকিৎসা নেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং পরবর্তীতে তার হার্টে ব্লক ধরা পড়ে। দ্রুত এনজিওগ্রাম এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”
বিসিবি পরিচালক মাহবুবুল আনাম বলেন, “প্রত্যেকটি স্টেপে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ ছিল।”
তামিমের দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া কামনা করছেন, যাতে তিনি শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।
অনলাইন ডেস্ক