মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও একটি মোটরচালিত ভ্যানসহ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) ভোরে র্গাপুর রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জিল্লু রহমান বেনাপোলের দুর্গাপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, বেনাপোল পৌরসভার দুর্গাপুর রোড এলাকায় অভিযান চালিয়ে রাত ১টার দিকে একটি মোটরচালিত ভ্যানে গাঁজা নেওয়ার সময় আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, এ ঘটনায় মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
আর কে-০৩