Sunday, April 27, 2025

বেনাপোলে টানা ৮ দিনের ছুটি, আমদানি-রপ্তানি বন্ধ

শবে কদর, ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৮ দিন বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় ঈদের দিন বাদে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলতে থাকবে।

বেনাপোল শুল্কভবনের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, ২৮ মার্চ শুক্রবার শবে কদর এবং ঈদের ছুটি শুরু হবে, যা ৫ এপ্রিল পর্যন্ত চলবে। ৬ এপ্রিল থেকে অফিস খোলা হলেও আমদানি-রপ্তানি কার্যক্রম ৫ এপ্রিল থেকে শুরু হবে। তবে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রপ্তানি ৫ এপ্রিল থেকে চলবে।

এদিকে, সীমান্তের দুই পাশে টানা ছুটির কারণে ট্রাকের জট বাড়বে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে পণ্য আনা-নেওয়া নিয়মিত থাকলেও ছুটির কারণে কার্যক্রমে কিছুটা বাধা আসবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর