চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় নারায়নপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে নারায়নপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি, জেলা বিএনপি নেতা ও যশোর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলীবুদ্দিন খান ও মোস্তাফিজুর রহমান মোস্তাক, দপ্তর সম্পাদক এম মিলন কবির, ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালাম, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, কৃষকদলের সভাপতি আজগর আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতু, পৌর ছাত্রদল নেতা সরোয়ার হোসেন মামুন, ইউনিয়ন বিএনপির সদস্য তবিবার রহমান, আলমগীর কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি আগামীতে দেশ পরিচালনায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ মাহফিলে সহস্রাধিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।







