অভয়নগর প্রতিনিধি: নওয়াপাড়া নদী বন্দরকে আধুনিকায়ন করার জন্য নৌপরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(স্ংস্থা-২) সঞ্জয় কুমার বণিক এর নের্তৃত্বে একটি টিম আজ বুধবার দুপুরে বন্দর পরিদর্শণে আসেন।
নওয়াপাড়া নৌ-বন্দর সূত্রে জানা গেছে, নৌ বন্দরকে আধুনিকায়ন করার লক্ষে এখানে ১ হাজার ৫শ কোটি টাকার বরাদ্দ হতে যাচ্ছে। প্রাথমিক ভাবে এ প্রকল্পের সমীক্ষা যাচাইয়ের জন্য বুধবার সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক এর নের্তৃত্বে একটি টিম বন্দর পরিদর্শণে আসেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা-২) প্রদীপ কুমার মহত্তোম, অভয়নগর উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, নওয়াপাড়া নৌবন্দরের উপপরিচালক শাহ আলম মিয়া প্রমুখ।যুগ্ম সচিবের নের্তৃত্বে একটি টিম নওয়াপাড়া নদী বন্দর পরিদর্শণে আসেন । নওয়াপাড়া নদী বন্দরের উপপরিচালক শাহ আলম খান জানান, নওয়াপাড়া নদী বন্দর দেশের প্রথম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ বন্দর। এখান থেকে সরকারের অনেক রাজস্ব আয় হয়। বন্দরে মালা মাল উঠানামা করানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নাই। যে কারনে বন্দরের উন্নয়নের জন্য আমরা উপরি মহলে প্রস্তাব পাঠিয়েছি। আমাদের প্রস্তাবনা মোতাবেক ওপর থেকে পরির্দশনে আসে । জানা গেছে, উন্নয়ন প্রস্তাবনান মধ্যে রয়েছে গাইড ওয়াল নির্মণ, জাহাজ থকে মাল লোড আনলোড করে রাখার জন্য সেইট নির্মাণ, মালামাল পরিবহনের গাড়ি পার্কিং এর জন্য টারমিনাল নির্মাণ, অফিস ভবন ও ডরমেটরি নির্মাণ সহ নানা ধরনের অবকাঠামো উন্নয় এর আওয়াত্তায় থাকবে।







