Friday, December 5, 2025

চৌগাছায় ইউনিয়ন পরর্যায় এডভোকেসী সভা অনুষ্ঠিত

শ্যামল দত্ত,চৌগাছা(যশোর) প্রতিনিধি: বুধবার সকাল ১১ টার সমায় স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বাচঁতে শাখার উদ্যোগে কোভিড -১৯ অতিমারী সময়ে বেড়ে যাওয়া বাল্য বিবাহ,ধর্ষণ এবং নারী নির্যাতন প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ সংক্রন্ত ইউনিয়ন পরর্যায় এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

স্বরুপদাহ ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক,বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে দেন প্রকল্প সমন্বয়কারী এ্যাড.এম কে মন্ডল মহেন, উপজেলা প্রকল্প বাস্তবান কর্মকতা ইশাতয়াক আহমেদ,শিক্ষক খালেদুর রহমান,ইউপি সদস্য জাকির খাঁন, আব্দুল মান্নান,নুর ইসলাম, রহিমা খাতুন,ছবুরা বেগম,রেশমা খাতুন ,আধরী খাতুন,হাফিজুর রহমান,কৃষি উপ-সহকারী অফিসার চাঁদ আলী,ইউনিয়ন সচিব সাধন চন্দ্র,কাজী আব্দুল কাদেও,পুরহিত বলরাম ঘোষ,বাচঁতে শেখা প্রকল্প অফিসার রফিকুর ইসলাম,বাচঁতে শেখা ফিল্ডী ফ্যাসিলিটেটর রাশিদা পরভীন,মহীলা সভা নেত্রী জাহিদা বেগম । প্রকল্প সমন্বয়কারী এ্যাড. এম কে মন্ডল মহেন বলেন বাল্য বিবাহ ,নারী র্যিাতন,ধষণ প্রতিরোধে জনগণকে সমাজিক ভাবে সচেতনতা বৃদ্ধি সহ আইনের মাধ্যামে ভূক্তভোগি সঠিক বিচার পায় উপস্তিত সকলকে অনুরোধ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর