Friday, December 5, 2025

মণিরামপুরে বিএনপি কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠলেই বহিষ্কার

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুরে বিএনপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের সুনির্দ্দিষ্ট অভিযোগসহ চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজির প্রমান পেলে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এ ব্যাপারে কোন ছাড় দিবেন না বলে জানাগেছে। বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরী সভার সর্ব সম্মতিতে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এ জরুরী মত বিনিয়ময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, উপাধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সহকারি অধ্যাপক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, ভোজগাতী ইউপি বিএনপির সভাপতি আব্দুস সাত্তার দফাদার, খেদাপাড়া ইউপির সাধারন সম্পাদক আজিবর রহমান, কাশিমনগরের সভাপতি আব্দুর রাজ্জাক, নেহালপুরের ইউপির সাধারন সম্পাদক খলিলুর রহমান, মনোহরপুর ইউপির সভাপতি আক্তার ফারুক মিন্টু, কুলটিয়া ইউপি সভাপতি হামিদুল ইসলাম, হরিদাসকাটি ইউপির সভাপতি সিরাজুল ইসলাম, শ্যামকুড় ইউপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি শহিদুল বারী রবু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এখন থেকে দলীয় কোন নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দ্দিষ্টভাবে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ যেকোন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠলেই তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। ঐক্যবদ্ধভাবে দলকে সুসংঘটিত করে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোঃ ইকবাল হোসেন ও সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানান, তারেক রহমানের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জরুরী সভায় উপজেলার ১৭ টি ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতৃবৃন্দকে শেষ হুশিয়ারি দেওয়া হয়েছে।

আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর