Friday, December 5, 2025

আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য আটক, চার গরু উদ্ধার 

যশোরের চৌগাছা থানা পুলিশে আন্তঃজেলা গরু চোরচক্রের দুই সদস্য আটক করেছে। এসময় পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে চারটি চোরাই গরু ও একটি পিকআপ ভ্যান।

এসময় ধানক্ষেত থেকে আটক করা হয় গাড়ির চালক বশির শেখকে।

পিকআপ ভ্যান তল্লাশি করে চোখ ও পা বাঁধা অবস্থায় চারটি চোরাই গরু, তালা ভাঙার কাজে ব্যবহৃত লোহার শাবল ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,  ১৮ মার্চ গভীর রাতে চৌগাছা থানার একটি দল স্বরূপদা ইউনিয়নের কমলাপুরে  সন্দেহজনক একটি পিকআপ ভ্যান দেখতে পায়। পুলিশের সংকেত পেয়ে গাড়িটি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। একপর্যায়ে চোরচক্রের সদস্যরা গাড়ি রেখে পালানোর চেষ্টা করে।

আটককৃত বশির শেখকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার সঙ্গে থাকা পলাতক সদস্যবাবুল শেখ যশোর সদরে আত্মগোপনে থাকতে পারে। পুলিশ বাবুল শেখকে ধরতে অভিযান চালানোর সময় স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার পর থানায় নিয়ে আসে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর