যশোরের চৌগাছায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ২৫ বছর বয়সী যুবক মিঠু হোসেন পলাতক রয়েছেন। মাগুরার সেই শিশুটা কিংবা বরগুনার সেই কিশোরী মেয়ের ঘটনায় সারাদেশ তোলপাড় হলেও এখনো মানুষরুপী নরপিশাচদের ছায়া রয়ে গেছে আমাদের চারপাশে।
ঘটনার সূত্রপাত আজ রোববার বেলা ১১টার দিকে, যখন শিশুটি তার বাড়ির সামনে খেলছিল। শিশুটির দাদি পাশের বাগানে পাতা কুড়াচ্ছিলেন। এই সুযোগে মিঠু শিশুটিকে তার দাদি ডাকছে বলে ডেকে নিয়ে যায় এবং বাগানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
শিশুটির চিৎকারে তার দাদি ও প্রতিবেশীরা ছুটে এলে মিঠু পালিয়ে যায়। শিশুটির বাবা জানান, ধস্তাধস্তির সময় তার মেয়ের জামা ছিঁড়ে যায় এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। শিশুটিকে তাৎক্ষণিকভাবে চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক সঞ্চিতা সেন জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে আরও পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি মাসুদ জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত মিঠুকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।







