Friday, December 5, 2025

বেনাপোলে ট্রাকভর্তি কোটি টাকার পলিথিনসহ আটক ১

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বেনাপোলে প্রায় কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি অবৈধ পিপি পলিথিনসহ রেহান (২৯) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বেনাপোল বিওপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটককৃত রেহান বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

একই দিনে বেনাপোল আইসিপি, কাশিপুর ও আন্দুলিয়া বিওপি ক্যাম্পের সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, কীটনাশক, বিভিন্ন ধরনের চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পিপি পলিথিন, ট্রাক, ভারতীয় ফেনসিডিল, কীটনাশক, বিভিন্ন প্রকার চকলেট ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে। যার সর্বমোট সিজার মূল্য ৮৫ লাখ ৬০ হাজার ৭০০ টাকা।

আটককৃত রেহানের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর