Friday, December 5, 2025

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য আটক

শার্শা ও বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা, বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুই লক্ষ দুই হাজার দুইশত টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি এবং ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া চেকপোস্ট সীমান্ত এলাকায় এই বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, বিভিন্ন ধরনের চকলেট, কিসমিস এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) ও উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনার অধীনে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আর কে-০৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর