যশোরের ঝিকরগাছার দীঘাড়ি গ্রামের গৃহবধূ লেবুরা বেগমসহ দু’জনকে আসামি করে আদালতে যৌতুক মামলা করেছেন স্বামী। আসামিরা হচ্ছেন, বেনাপোলের সাদিপুর গ্রামের মৃত শের আলী মোড়লের মেয়ে লেবুরা বেগম ও মৃত মজিবর গাজীর মেয়ে শেফালী।
মঙ্গলবার দীঘাড়ি গ্রামের নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি গ্রহণ করে ঝিকরগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, নজরুল ইসলামের প্রথম স্ত্রীর মৃত্যু হওয়ায় সন্তানদের কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন। ২০১৫ সালের ২৬ জুলাই পারিবারিকভাবে দু’ সন্তানের জননী লেবুরা বেগমকে বিয়ে করেন তিনি। বিয়ের কিছুদিন যেতে না যেতে লেবুরা বেগমের প্রথম পক্ষের মেয়ে শেফালীর প্ররোচনায় টাকা হাতিয়ে নেয়ার ষড়যন্ত্র করতে থাকেন। একপর্যায়ে আসামি লেবুরা বেগম তার স্বামীকে এক বিঘা জমি লিখে দেয়ার জন্য চাপ দিতে থাকেন। নজরুল ইসলাম রাজি না হওয়ায় চলতি বছরের ২০ মে বাড়ি থেকে টাকা, সোনার গহনাসহ মালামাল নিয়ে পিতার বাড়ি চলে যান। এরপর তাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে নজরুল ইসলাম যৌতুক আইনে আদালতে এ মামলা করেছেন।
রাতদিন সংবাদ







