চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছা পাবলিক লাইব্রেরীর নির্বাচন থেকে এক প্যানেলের ১৫ প্রার্থীই প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। নির্বাচন থেকে সরে দাড়ানো প্রার্থীরা এ ব্যাপারে মুখ না খুললেও তারা যে অদৃশ্য চাপের কারণেই প্রার্থীতা প্রত্যাহর করেছেন সে বিষয়টি বাজার জুড়ে আলোচনা হচ্ছে। এ ঘটনায় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ‘এক ফোনে সব শেষ হয়ে গেছে ! কাজটি ভাল হলোনা।’
১৯৮৪ সালে সীমান্তবর্তী চৌগাছা উপজেলা সদরে প্রতিষ্ঠিত হয় পাবলিক লাইব্রেরী। এ অঞ্চলের মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়ানোর লক্ষে স্থানীয় গুণীজনরা লাইব্রেরীটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই লাইব্রেরীর সদস্য সংখ্যা ১৭৬। বিগত কমিটির নেতৃবৃন্দ উন্নয়নের চিত্র বদলাতে না পারায় এবার লাইব্রেরীর সদস্যরা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী তোলেন। একপর্যায়ে লাইব্রেরীর বিগত কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট ১০ম নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন।







