জাকির হোসেন(কেশবপুর)যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে মেয়ে দেখতে এসে ৬০ হাজার টাকার স্বর্নালংকার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বুড়িহাটী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে বিয়ে দেয়ার জন্যে পাত্র সন্ধান চলছিল। গত ১৯ ডিসেম্বর সকালে জনৈক ব্যক্তি তার বাড়ি ডুমুরিয়া উপজেলায় পরিচয় দিয়ে বলে আপনাদের মেয়েটা একটু দেখতে চায়। ছেলে ঢাকায় চাকুরি করে। ছেলে এখন সাগরদাঁড়ীতে আছে। আপনারা প্রস্তত হলে আমি মোবাইল করলেই সে চলে আসবে। একথা শুনে মেয়ে পক্ষ, মেয়ে দেখাতে রাজী হয়। তখন মেয়ে পক্ষকে ওই প্রতারক ব্যক্তি জানায় তাহলে মেয়ে গোসল করে একটু ফ্রেস হয়ে সেজে নিক। আমি একটু পরেই ছেলে ও তাদের লোকদের খবর দিবো। এরমধ্যে একটু নাস্তা পানির ব্যবস্থা করেন। একথা শুনে মেয়ে তার অলংকার খুলে রেখে পুকুরে গোসল সারতে যায়। বাড়ির অন্যরা নাস্তা তৈরীর কাজে ব্যস্ত থাকে। লোকটি বাড়িতে বসে সবকিছু প্রত্যক্ষ করে মেয়ের রাখা কানের দুল ও গলার চেইন চুরি করে সকলের অজান্তে চম্পট দেয়। পরে মেয়ে ফ্রেস হওয়ার এক পর্যায়ে অলংকার পরতে যেয়ে আর পায়নি। এদিকে প্রতারক লোকটিও নিখোজ হয়ে যায়। পরে তাকে সন্ধান করেও পাওয়া যায়নি।







