Friday, December 5, 2025

যশোর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ ও পোশাক জব্দ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল : যশোরের শার্শা, বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ, থ্রী-পিস ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিনব্যাপী বেনাপোল বিওপি, আইসিপি, ধান্যখোলা ও হিজলী ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব অবৈধ মাদক ও পণ্য আটক করেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে প্রায় ৩ লাখ ৮৪ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ, থ্রী-পিস এবং লেহেঙ্গা জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর