চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা সিদ্দিক মিয়া বহুমুখী নূরানী মাদ্রাসার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও সাংবাদিক ওয়াহিদুজ্জামান মিলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মুফতি আব্দুল করিম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মাওলানা আতাউর রহমান, মাদ্রাসার শিক্ষক মাওলানা হোসাইন আহম্মেদ, বাগডাঙ্গা খামারপাড়া মসজিদের ইমাম হাফেজ শাহ জালাল, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, মাস্টার আসাদুজ্জামান আসাদ, শিক্ষানুরাগী আশরাফুল আলীম সন্টু, যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, চুড়ামনকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক মহব্বত আলী, আলী রেজা রাজু, মাহমুদুল হাসান মামুন প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদীনাতুল উলুম মহিউস সুন্নাহ ঝাউদিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ শহিদুল্লাহ।
আর কে-১০







