স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শহিদুল ইসলাম ধানের ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় তার চাচাতো ভাইরা পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়। তারা কোদালের আছাড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে।উল্লেখ্য, যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দের জেরে আজ ভোরে ছেলের হাতে পিতা শরিফুল ইসলাম (৪২) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার পাতিবিলা গ্রামে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে রিমম (২২) পলাতক রয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-০৫







