Monday, April 28, 2025

যশোরের মণিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে মারধর: সংগঠন থেকে বহিষ্কার

যশোরের মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলামকে পেশীশক্তি প্রদর্শনপূর্বক সরকারি কর্মচারী মারধরের অভিযোগে জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতাহারুল ইসলামের বিরুদ্ধে প্রজাতন্ত্রের কর্মচারী শাহীন আলমের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের ঘটনায় কেন্দ্রীয় যুবদল সংগঠনকে অবহিত করে, তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ঘটনার পর, শাহীন আলমের অভিযোগ অনুযায়ী, গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারের সামনে তাকে মারধর করা হয়। এর প্রতিবাদে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার বিকেলে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে, যেখানে ইউএনও নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়া, মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রিপন সরদারকেও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এই সিদ্ধান্তের পর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এটি কার্যকর করেছেন।

এদিকে, ইউএনও নিশাত তামান্না বলেন, ‘‘আমরা সরকারি দায়িত্ব সুষ্ঠু এবং হয়রানিমুক্ত পরিবেশে পালন করতে চাই। এই ধরনের সহিংসতার প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করছি, ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না।’’

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর