Friday, December 5, 2025

কেশবপুর প্রেসক্লাবের আয়োজনে ৮দলীয় কেরাম খেলায় ফাইনালে চ্যাম্পিয়ন ফুয়াদ-সুশান্ত জুটি

জাকির হোসেন(কেশবপুর)প্রতিনিধি:কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যকার   উদ্যোগে ৮ দলীয় কেরামবোর্ড প্রতিযোগিতার ফাইনাল খেলায় তন্ময় মিত্র বাপি-সিদ্দিকুর রহমান জুটিকে হারিয়ে  আব্দুল্লাহ আল ফুয়াদ- সুশান্ত মল্লিক জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনাল খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ। ২১ডিসেম্বর সন্ধায় কেশবপুর প্রেসক্লাব প্রাঙ্গনে ফাইনাল  খেলার উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন  কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল। আরও বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী,  সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, যুগ্ম সাধারন সম্পাদক উৎপল দে, কোষাধ্যক্ষ সামছুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীনুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, সদস্য মশিহুর রহমান, মাহবুবুর রহমান টুলু, জাহিদ আবেদিন বাবু, শাহীনুর রহমান, তন্ময় মিত্র বাপি, সিদ্দিকুর রহমান, আব্দুল মোমিন, আব্দুল মজিদ,তাইফুর রহমান, আইয়ুব খান, শহীদুল ইসলাম, উদয় সিংহ, মিলন দে, মেহেদি হাসান জাহিদ, কামরুজ্জামান রাজু, স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

খেলায় চ্যাম্পিয়ন জুটি ও ম্যান অব দা ম্যাচ প্লেয়ারকে পুরস্কৃত করেন সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুলু ।  খেলাশেষে পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়লের সৌজন্যে শহরের ক্যাফে ডে লাইট ফাস্টফুড এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে সাংবাদিকদের জন্য প্রিতিভোজের আয়োজন করা হয়।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর