সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৪ বছর ধরে ৭৪ নং বামনালী মৌজার এস এ খতিয়ান নং-৪৬৩, ৩১৩ আর এস খতিয়ানের ১৩৭১ আর এস দাগের ৬০ শতক ও ৫১৯ আর এস খতিয়ানের ৫৭৭ আর এস দাগের ১.১৫ একর পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর চাচাতো ভাই মীর মনিরুজ্জামান মকবুল হোসেন, মীর মোশারফ হোসেন, মীর মারুফ হোসেন, জনি, নাহিদ, রিন্টুসহ ৮-১০ জনের একটি দল তাদের বসতবাড়ি দখল করে নেয়।
তিনি অভিযোগ করে বলেন, “ওরা আমাদের সম্পত্তি দখল করে, বাড়ির মালামাল লুটপাট চালায়, ২ লক্ষাধিক টাকা মূল্যের গাছ কেটে বিক্রি করে দেয় এবং জোরপূর্বক আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়।” ফলে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে দীর্ঘ সাত মাস ধরে বাড়িছাড়া রয়েছেন।
মীর মুছা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তার পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
রাতদিন সংবাদ







