যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে রুনা আক্তার সিজারের মাধ্যমে যমজ তিন সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে একটি মেয়ে ও দুটি ছেলে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় যশোর একতা জেনারেল হাসপাতালে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ তিনটি নবজাতক পৃথিবীর আলো দেখে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রঘুনাথপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রুস্তম আলী (৩০) ও রুনা আক্তার (২৫)। সুখী দাম্পত্য জীবন চললেও দীর্ঘদিন তাদের সন্তান না হওয়ায় বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেন। দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর রুনা আক্তার গর্ভধারণ করেন। আলট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, ৬ মার্চের দিকে তাদের ঘরে যমজ একটি মেয়ে ও দুটি ছেলে সন্তান আসতে পারে।
নবজাতকদের বাবা রুস্তম আলী সন্তান জন্মের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আল্লাহর কাছে একটি সন্তান চেয়েছিলাম, কিন্তু তিনি একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি। আমার সন্তানদের ইসলামের পথে শিক্ষিত করে গড়ে তুলতে চাই।”
নতুন অতিথিদের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী সবাই নবজাতকদের দেখার জন্য ভিড় জমাচ্ছেন এবং তাদের সুস্থতা কামনা করছেন।
শার্শা প্রতিনিধি







