মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল থেকে: বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ সত্তর হাজার সত্তর টাকার অবৈধ ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মোবাইল ফোন, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে আন্দুলিয়া বিওপি, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পন্য জব্দ করা হয়েছে। যার মুল্য পাঁচ লাখ ৭০ হাজার টাকা মাত্র।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া এসব পণ্যের মুল মালিককে ধরতে বিজিবি সোচ্চার রয়েছে।







