Friday, December 5, 2025

চৌগাছায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৪টায় চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেন, “দেশের জনগণ আগামীতে জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। আমরা শহীদদের স্মরণে ১০ খণ্ডের বই প্রকাশ করেছি এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি।”

সমাবেশে চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, “আমি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আপনাদের সেবায় এসেছি। আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই, যেন ভারত থেকেও মানুষ এখানে চিকিৎসা নিতে আসে।”

উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, জেলা সূরা সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীনসহ জেলা ও উপজেলার অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে এক অনাড়ম্বর পরিবেশে ইফতার অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর