মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ফেব্রুয়ারি মাসে ৫ কোটি ১২ লাখ ২০ হাজার ৫২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, থ্রিপিস, তৈরি পোশাক, মোবাইল, ওষুধ, মলম, কীটনাশক এবং কসমেটিক সামগ্রী।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবির চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট এবং আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উল্লেখিত মালামাল আটক করা হয়।
তিনি আরও জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল বাংলাদেশে পাচার করছিল। বিজিবির কার্যক্রমের ফলে দেশীয় শিল্প সুরক্ষিত থাকছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়া প্রতিরোধ হচ্ছে।
স্থানীয় জনগণ বিজিবির এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।







