Friday, December 5, 2025

করোলার সাথে শক্রুতা

যশোর সদর উপজেলার বীর নারায়ণপুর গ্রামের একজন কৃষকের সাত বিঘা জমির করোলার চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্ত্বরা। ওই গ্রামের মোহন ঘোষের ছেলে স্বরুপ ঘোষ গত মঙ্গলবার রাত ১০টার দিকে ক্ষেতে পানি দিতে গিয়ে চারার ক্ষতির বিষয়টি নজরে আসে। বিষয়টি তিনি গ্রামের লোকজনকে জানান। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।

তিনি জানিয়েছে, গ্রামের ৭ বিঘা জমিতে তিনি করলোর ও উচ্ছের চারা রোপন করেছিলেন। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত ৮টার মধ্যে কে বা কারা শত্রুতা বসত তার জমিতে গিয়ে ওই চারা কেটে নেয়। এতে তার ক্ষতি হয় প্রায় দেড় লাখ টাকার মতো।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর