শামিম হোসেন, কুয়াদা প্রতিনিধিঃ ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষকদের অংশগ্রহণে দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় যশোর সদর উপজেলা শাখার প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ প্রকল্প বর্ষের দ্বিতীয় ধাপে উপজেলায় ৬০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী তিনটি সমন্বয় সভার মধ্যে এটি ছিল দ্বিতীয় সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির যশোর জেলার জেলা ব্যবস্থাপক শেখ সোবহান। সভাটি পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন যশোর সদর শাখার কর্মসূচি সংগঠক এস এম কামরুল ইসলাম।
এছাড়া, সভায় ৩০ জন ব্যবহারিক প্রশিক্ষক (মাস্টার ক্রাফট পার্সন) এবং ৫ জন টেকনিক্যাল ট্রেইনার উপস্থিত ছিলেন।
আর কে-০২







