মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এক কোটি পাঁচ লাখ তেষট্টি হাজার ছয়শত আশি টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৪ মার্চ) বিজিবির টহল দল শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং ব্যাটালিয়ন সদর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পিপি পলিথিন, একটি ট্রাক, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, পাতার বিড়ি, পান মসলা, মোটর পার্টস, কিটক্যাট চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালানি পণ্য আটক করছে। তিনি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।
আর কে-১৩







