সোমবার (৩ মার্চ) বিকেলে যশোর জেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা গোলাম রসুল।
সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন ও রেজাউল করিম, যশোর শহর জামায়াতের আমীর মো. শামসুজ্জামান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদসহ দলীয় নেতৃবৃন্দ।
এই মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ ডা. ফরিদের নেতৃত্বে আস্থা প্রকাশ করেন এবং তার প্রতি সমর্থন জানান।
আর কে-১৩