যশোরে ভেজাল সার বিক্রির দায়ে বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (৩ মার্চ) দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে এক টন ভেজাল সার জব্দ করা হয়।
যশোর সদর উপজেলা ভূমি কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষি কর্মকর্তারা জানতে পারেন যে ঝাউদিয়া গ্রামে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি নিজ বাড়িতে ভেজাল সার তৈরি ও বিক্রির কারবার করছেন। এরপর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়।
অভিযানের সময় বিল্লাল হোসেনের বাড়ি থেকে এক টন ভেজাল সার এবং বিভিন্ন কোম্পানির মোড়ক উদ্ধার করা হয়। তিনি নিম্নমানের সার দামি ব্র্যান্ডের মোড়কে ভরে বাজারজাত করছিলেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ভেজাল সার ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।