যশোরের ঝুমঝুমপুর থেকে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম পিউ স্বর্নকার। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার নালিয়া গ্রামের মিলন স্বর্ণকারের মেয়ে। এ ঘটনায় পিউয়ের সৎ মা নমিতা রানী রায় রোববার যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৬২ (২/৩/২৫)।
জিডিতে নমিতা রানী উল্লেখ করেন, পিউ তার বাবা মিলন স্বর্ণকারের প্রথম স্ত্রী মালা রানীর মৃত্যুর পর থেকে যশোরের ঝুমঝুমপুরে তার কাছে থাকে। পিউকে তিনি যত্নসহকারে পালন করে আসছেন। শনিবার, ১ মার্চ বেলা ১১ টার পর পিউ ঝুমঝুমপুরের ক্লাবমোড় এলাকার বাড়ি থেকে বের হয়ে যায়, এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। পিউয়ের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি এবং পরিচিতদের কাছ থেকে জানতে পারা যায়নি তার কোনো সন্ধান।
পিউ বর্তমানে বালিয়াডাঙ্গা প্রগতী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী। পিউয়ের সন্ধান পাওয়া গেলে, ০১৯৮৬৫৭০৯৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে তার সৎ মা নমিতা রানী রায়ের পক্ষ থেকে।
রাতদিন সংবাদ







