Friday, December 5, 2025

যশোরে আ’লীগ নেতার বিধি বহির্ভূতভাবে খনন করা পুকুরে ডুবে শিশুর মৃত্যু

যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান মুন্নার বিধি বহির্ভূতভাবে খনন করা পুকুরে ডুবে তুষার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া তার সহপাঠী ইয়ানুর (১০) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত তুষার

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন শিশু ওই পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর অন্যান্যরা উঠতে পারলেও তুষার ও ইয়ানুর আর উঠতে পারেনি। দীর্ঘ সময় তাদের দেখা না পাওয়ায় এলাকাবাসী পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে দুইজনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন এবং ইয়ানুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার করা হয়।

স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না ছিলেন প্রভাবশালী আওয়ামীলীগ নেতা। তিনি সাবেক এমপি শাহীন চাকলাদারের ঘনিষ্টজন পরিচয় দিয়ে যা ইচ্ছে তায় করতেন। ক্ষমতার অপব্যবহার করে বাগডাঙ্গা গ্রামের মাঠে প্রায় চার বিঘা কৃষিজমি দখলে নেন। পরে সেই জমি থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করেন। এলাকাবাসীর প্রতিবাদ সত্ত্বেও তিনি বালি উত্তোলন অব্যাহত রাখেন, যার ফলে সেখানে বিশাল গভীরতার একটি পুকুর তৈরি হয়।

এই বালু উত্তোলনের কারণে আশপাশের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে গিয়ে বিশাল গর্তে পরিণত হয়েছে। এতে স্থানীয় কৃষকদের জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যার পর ওই পুকুর পাড়ে মাদকসেবীদের আড্ডা বসে, যা নিয়ে তারা দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন।

নিহত তুষার বাগডাঙ্গা গ্রামের হাসানের ছেলে ও আশঙ্কাজনক ইয়ানুর একই গ্রামের মাসুদুর রহমানের ছেলে।

ওয়াসি সাদিক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর