পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি সহনীয় রাখতে এবং সরবরাহ নিশ্চিত করতে বাজার মনিটরিং কমিটি গঠন করেছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
রবিবার (২ মার্চ) দুপুরে চেম্বার ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান। তিনি বলেন, “এই কমিটির কাজ হবে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা এবং কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত দাম না নেয় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু বিক্রি না করে তা নিশ্চিত করা।”
মিজানুর রহমান খান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো ভোক্তা যেন কষ্ট না পায় এবং ব্যবসায়ীরা যেন অতিরিক্ত মুনাফা না করেন, সেদিকে খেয়াল রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের চলমান কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি। প্রশাসনের টাস্কফোর্স সেলে আমাদের প্রতিনিধিদের রাখার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে করে টাস্কফোর্স সেলের কাজ সহজ হয় এবং আমাদের ব্যবসায়ীরাও সহযোগিতা করতে পারে।”
সংবাদ সম্মেলনে যশোর চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ যশোরের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।