যশোর শংকরপুরে সজিব নামের এক যুবকের কাছথেকে অস্ত্র ঠেকিয়ে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন শংকরপুরের আব্দুল হাকিমের ছেলে সিরাজুল ইসলাম ও একই এলাকার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে রবিউল ইসলাম। তারা সন্ত্রাসী অনিকের সহযোগি বলে দাবি করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের টহল দলের সমন্বয়ে যৌথবাহিনী শংকরপুর এলাকায় অভিযানে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত মধ্যরাতে মনিহার থেকে ফেরার পথে শংকরপুরের সজিব ও মুরাদ শেখ বাড়ি ফিরছিলেন। শংকরপুর বাবলাতলায় পৌঁছালে অনিক (২৩) ও তার সহযোগীরা তাদের অস্ত্রেরমুখে জিম্মি করে। প্রথমে টাকা, মোবাইল ফোন ও ট্রাকের কাগজপত্র ছিনতাই করে। এক পর্যায়ে তারা অস্ত্র ঠেকিয়ে সজিবকে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনার পর কৌশলে বের হয়ে আসেন মুরাদ। পরে তিনি পুলিশকে জানালে যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। তবে, সজিবকে এখনো উদ্ধার করা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, অনিককে আটক ও সজিবকে উদ্ধারের চেষ্টা চলছে।
বিশেষ প্রতিনিধি







