মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বেনাপোল সীমান্তে বিজিবির চলমান অভিযানে গতকাল বিপুল পরিমাণে ভারতীয় মাদক ও পণ্যসামগ্রী জব্দ হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় আঠাশ লক্ষ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিনব্যাপী বেনাপোল বিওপি, আইসিপি, পাঁচ পীরতলা ও আন্দুলিয়া ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মদ, শাড়ী, থ্রী-পিস, কম্বল, কিসমিস, চকলেট এবং কসমেটিক্স সামগ্রীসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী কার্যক্রমের আওতায় বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকালের অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে। আটক পণ্যগুলোর মোট মূল্য ২৮ লক্ষ ৪ হাজার ৯১৫ টাকা বলে তিনি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, তাদের অভিযান অব্যাহত থাকবে এবং চোরাচালান প্রতিরোধে তারা আরও তৎপর থাকবে।







