Friday, December 5, 2025

বেনাপোলে বিজিবির অভিযানে: চোরাচালান সামগ্রীসহ একজন আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক আসামীসহ ভারতীয় ফেনসিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, কিসমিস, পান মসলা, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আসামী হলো যশোরের শার্শা থানার রাড়িপুকুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মিলন হোসেন (৩৫)।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিজিবি সদস্যরা পৃথক অভিযানে এসব মালামাল আটক করেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবির গোয়েন্দা এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে মাদকদ্রব্য ও চোরাচালান মোকাবিলায়। এরই অংশ হিসেবে পাঁচপীরতলা, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোট ১৩,১২,৭৮০ টাকার ভারতীয় ফেনসিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, কিসমিস, পান মসলা, চকলেট ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে এসব মালামাল বাংলাদেশে পাচার করছিল, যা শুল্ককর ফাঁকি দিয়ে দেশে আনা হচ্ছিল। এসব চোরাচালানের কারণে দেশের শিল্প ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও দেশ বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, এই অভিযানে বিজিবি কর্তৃক দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত কার্যক্রমে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন। এছাড়া, ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য এলাকাবাসী বিজিবিকে অনুরোধ জানিয়েছেন।

আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর