ভাই ভাই ট্রেডার্সের মালিক ফাইম হোসেন জানান, চোরেরা দোকানের ৩য় তলার চিলেকোঠা ভেঙে প্রবেশ করে, এরপর দরজা কেটে দোকানের ভেতরে ঢুকে লকার ভেঙে নগদ ৩৬ হাজার টাকা নিয়ে যায়। একইভাবে বিপ্লব ডিম হাউজ থেকেও নগদ ৬ হাজার টাকা চুরি করেছে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
আর কে-০৫







