Friday, December 5, 2025

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্যসহ মালামাল আটক

মাসুদুর রহমান শেখ,  বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ লক্ষ ৩৭ হাজার ৮ শত ১৫ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, থ্রি-পিস, কম্বল, তামাক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ধান্যখোলা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ২ লক্ষ ৩৭ হাজার ৮শত ১৫ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, থ্রি-পিস, কম্বল, তামাক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এসব অবৈধ পণ্য চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর