Friday, December 5, 2025

বেনাপোলে ৮০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মাসুদুর রহমান শেখ বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামীর নাম নাজমুল হোসেন (২৬)। তিনি শার্শা থানার শিকারপুর গ্রামের নাজির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ গাতীপাড়া রোডে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের ব্যবস্থা চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর