Friday, December 5, 2025

চৌগাছায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

চৌগাছা (যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছায় বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস) চৌগাছা উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন রোববার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে বেলাল হোসেন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর ইকবাল ২৪ ভোট ও জামিনুর রহমান ৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান ৩১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে শাহাজামাল তোতা ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন ২২ ভোট পেয়েছেন।

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান ও আব্দুর রাজ্জাক। রিটার্নিং কর্মকর্তা জানান, কোনো প্রকার ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর