Friday, December 5, 2025

ঝিকরগাছায় নারী ও শিশু নির্যাতন প্লাটফর্ম সদস্যদের শেয়ারিং সভা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ : নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার নারী ও শিশু নির্যাতন প্লাটফর্ম সদস্যদের শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।

রাইটস যশোর’র সহযোগীতায় সোমবার সকাল সাড়ে ১০টা স্থানীয় বিএম হাই স্কুলের হল রুমে নারী ও শিশু নির্যাতন প্লাটফর্ম  সদস্যদের সমন্বয়ে শেয়ারিং সভায় সভাপতিত্ব করেন উপজেলার নারী ও শিশু নির্যাতন প্লাটফর্ম যুগ্ম আহবায়ক ও পৌরসভার কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ। এসময় উপস্থিত ছিলেন, রাইটস যশোর’র প্রজেট অফিসার প্রণব ধর, যুগ্ম আহবায়ক ও ডিআরও’র নির্বাহী পরিচালক মনিরা বেগম, সদস্য সচিব ও জেডিও’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, কলমিলতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহিনা জামান, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা আখতার বানু, ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, বিএম হাই স্কুলের সহকারী শিক্ষক রোজি মৃধা, সংবাদকর্মী তারিক মোহাম্মদ, আফজাল হোসেন চাঁদ, সমাজকর্মী রত্না বেগমসহ আরও অনেকে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর