স্টাফ রিপোর্টার, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপার অলংকারসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন (যশোর-ব-১১-০২৬৬) নামের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১. শার্শা থানার বাগ আঁচড়া বাগরি গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮)। ২. জাহাঙ্গীর কবির লিটুর ছেলে মেহেদী হাসান (২৫)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি ও হুন্ডিসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ৭১টি প্যাকেট উদ্ধার করা হয়, যার মধ্যে ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার পাওয়া যায়। উদ্ধারকৃত রুপার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ২১ হাজার ৫০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা ভারত থেকে এসব রুপার অলংকার বাংলাদেশে পাচার করছিল। তাদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত রুপার অলংকার যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।







