Friday, December 5, 2025

সনাক-টিআইবি’র অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

“দুর্নীতি একুশের চেতনার পরিপন্থি”—এই শ্লোগানে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি যশোর।

শুক্রবার সনাক সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবালের নেতৃত্বে সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা যশোর সরকারি এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এর আগে অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ইয়েস সহদলনেতা রিয়া আফরিন তরু ও এসিজি সহসমন্বয়ক সানজিদা আক্তার মুক্তার নেতৃত্বে একটি র‍্যালি সনাক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের ঈদগাহ মোড় হয়ে এমএম কলেজ দক্ষিণ গেটে এসে মিলিত হয়।

পরে পৌরপার্কে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় ভাষা আন্দোলনের চেতনায় দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন ইয়েস দলনেতা রেজা, সহদলনেতা ওসমান গণি লাভলু, ইয়েস সদস্য ইশরাত জাহান, ফামিহা চৌধুরি, সুমা সরকার, এসিজি সদস্য মুক্তা, আব্দুস সবুর এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল হালিম।

বক্তারা বলেন, একুশের চেতনার অন্যতম ভিত্তি ছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠন। এ চেতনাকে ধারণ ও চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সচেতন করার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইয়েস দলনেতা রেজা।

রাতদিন সংবাদ/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর