Friday, December 5, 2025

চৌগাছায় সাংবাদিককে চোখ উপড়ে ফেলার হুমকি, থানায় অবহিত

বিশেষ প্রতিনিধি: যশোরের চৌগাছায় দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার, কালের কণ্ঠের চৌগাছা প্রতিনিধি ও প্রেসক্লাব চৌগাছার সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলকে চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন বহুল আলোচিত নামধারী সাংবাদিক আজিজুর রহমান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা বাজারের মেহেদীর বেকারির পাশে এক সরকারি কর্মকর্তার সামনে এই হুমকি দেওয়া হয়। বিষয়টি থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন মহল নিন্দা জানিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল চৌগাছা বাসস্ট্যান্ডে প্রয়োজনীয় কাজ শেষে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মেহেদীর বেকারির সামনে এক সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা হলে তারা কফি পান করছিলেন।

এসময় আকস্মিকভাবে আজিজুর রহমান ঘটনাস্থলে এসে ঐ কর্মকর্তাকে উজ্জ্বলের সঙ্গে কথা বলার কারণে ধমক দেন। উজ্জ্বল এর কারণ জানতে চাইলে আজিজ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন, ‘তোর ভাই মার্ডার হয়েছে, তোর পরিবার মামলা করল কেন? তোর কারণেই মামলা হয়েছে।’

এ নিয়ে উজ্জ্বল যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিলে আজিজ আরও ক্ষিপ্ত হয়ে তাকে চোখ উপড়ে ফেলার হুমকি দেন। উত্তেজিত আজিজের হাত থেকে উজ্জ্বলকে রক্ষা করতে ঐ কর্মকর্তা তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঐ সরকারি কর্মকর্তা বলেন, ‘আমি জরুরি কাজে বাজারে এসেছিলাম। হঠাৎ উজ্জ্বল ভাইয়ের সঙ্গে দেখা হলে কফি খেতে বসি। এ সময় আজিজুর রহমান এসে অপ্রত্যাশিতভাবে বাজে ব্যবহার করে যা অত্যন্ত দুঃখজনক।’

স্থানীয় একাধিক ব্যক্তি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা জানান, আজিজুর রহমানের চলাফেরা সন্ত্রাসীদের মতো। অতীতেও তিনি প্রেস ক্লাব চৌগাছার সাবেক সভাপতি ইয়াকুব আলীকে মারতে উদ্যত হন এবং সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু ও শাহানুর আলম উজ্জ্বলকে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন। তার হুমকিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকরা আতঙ্কিত।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল তাকে ঘটনাটি অবহিত করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর