Friday, December 5, 2025

যশোরে ৩ লাইট ১ ফ্যানের বিল ৯৮ হাজার টাকা!

বেনাপোল, যশোর:  বেনাপোলের শিকড়ী গ্রামের বাসিন্দা আমিনুল হক আনু এক অদ্ভুত বিদ্যুৎ বিল পেয়ে হতবাক হয়েছেন। তার বাড়িতে তিনটি লাইট ও একটি সিলিং ফ্যান ব্যবহার করার পরেও তার এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৯৮ হাজার ৮৭৫ টাকা।

আমিনুল হক জানান, গত পাঁচ বছর ধরে তার বিদ্যুৎ বিল ১২০০ থেকে ১৪০০ টাকার মধ্যে ছিল। এমনকি ডিসেম্বর মাসেও তার বিল ছিল ১৩৩৪ টাকা। তবে জানুয়ারি মাসের বিল দেখে তিনি রীতিমতো স্তম্ভিত।

তিনি আরও জানান, তার বাড়িতে ২০ ওয়াটের তিনটি লাইট ও সর্বোচ্চ ৭৫ ওয়াটের একটি সিলিং ফ্যান রয়েছে। এই সামান্য ব্যবহারের জন্য এত বিশাল অঙ্কের বিল কীভাবে এলো, তা তিনি বুঝতে পারছেন না।

আমিনুল হক এই অস্বাভাবিক বিলের জন্য পল্লী বিদ্যুৎ অফিসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি মনে করেন, অফিসের কারসাজিতেই এমনটা হয়েছে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বেনাপোল আঞ্চলিক কার্যালয়ের লাইন কর্মকর্তা ওয়াজেদ আলী জানান, বিলের কাগজ নিয়ে ওই গ্রাহক অফিসে এলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই অস্বাভাবিক বিলের কারণ জানতে চান এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর