Friday, December 5, 2025

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উপলক্ষে যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার তিনদিন ব্যাপি যশোর অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরণ ও সম্মননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনটি স্টল , চারজন কৃষককে পুরস্কার ও আটজন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবীর।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর