শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের ২নং ঘিবা গ্রামের সাঈদের ২ বছর বয়সী পুত্র সন্তান সাবিদ হোসেন সাহাদ দীর্ঘদিন ধরে মাথায় দুটি টিউমারজনিত ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা সংগ্রহ করা তার পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিশুটিকে দেখতে তার বাড়িতে ছুটে যান বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী। শিশুটির অবস্থা দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি শিশুটির সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ প্রদান করেন।
শিশুটির বাবা সাঈদ জানান, “আমার ছেলেকে ঢাকার অরোয়া স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান যে অপারেশন করতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী আমরা অপারেশন করাই। কিন্তু কিছুদিন পর তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে। পুনরায় হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, আরও একটি অপারেশন করতে হবে, যার জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা প্রয়োজন। তবে এই অপারেশনেও সম্পূর্ণ সুস্থ হওয়ার কোনো নিশ্চয়তা দিতে পারেননি তারা। এ কারণে আমরা শিশুটিকে বাড়িতে ফিরিয়ে এনেছি। আমাদের একমাত্র ভরসা এখন সবার দোয়া।”
এসময় সহিদ আলীর সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সহ-সভাপতি মো. তবিবুর রহমান, কাগজপুকুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইয়াকুব আলী, বিএনপির কর্মী মিন্নু, বিএনপি নেতা রুলামিন, মইনুল প্রমুখ।
আর কে-১৪