শামিম হোসেন, কুয়াদা (যশোর) প্রতিনিধি: দেশের উন্নয়ন সহযোগী হিসেবে ব্র্যাক বিগত ৫০ বছরের অধিক সময় ধরে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির স্টার প্রজেক্টের মাধ্যমে নারী-পুরুষ, তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডের অ্যাপ্রেন্টিসশিপ মডেলে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা তাদের জীবন সংগ্রামে সহায়ক ভূমিকা পালন করছে।
ব্র্যাক শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার, ক্ষুদ্রঋণ, দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের উন্নয়নে নিরলস ভূমিকা রেখে চলেছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্র্যাকের কার্যক্রম বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তারই ধারাবাহিকতায় বুধবার ব্র্যাক ইন্টারন্যাশনাল স্টাফরা যশোর সদর উপজেলার ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির মৌলি কেয়ার বিউটি পার্লার ওয়ার্ক প্লেস এবং প্রশিক্ষণ কক্ষে সফট স্কিল ক্লাস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্র্যাক ইন্টারন্যাশনালের কান্ট্রি লিড (ইথিওপিয়া) এন্ডেজেনা আশেনাফি, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হ্যারল্ড মাওয়ালুদা, আঞ্চলিক পরিচালক (কেনিয়া) আনা মুত্তা, আঞ্চলিক পরিচালক (আফ্রিকা) প্রধান মানবসম্পদ কর্মকর্তা মাহবুব মান্নান, সহযোগী পরিচালক মার্ক ডিগেন হার্ট (আমেরিকা), অর্ণব গুপ্ত (চিফ অফ স্টাফ, BIHBV), জুভেন লিয়াস (কান্ট্রি ডিরেক্টর, তানজানিয়া) এবং মোহাম্মদ মোখলেসুর রহমান (ফেসিলিটেটর, আল্ট্রা পুয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম)।