যশোরের শার্শায় নারিশ ফিশ ফিড লিমিটেডের ম্যানেজারকে ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফিল্মি স্টাইলে সংঘটিত এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়, পরে পুলিশের অভিযানে আরও দুইজন টাকাসহ গ্রেপ্তার হয়।
এ ঘটনায় গুরুতর আহত ম্যানেজার রোকনুজ্জামান (৪৫) কে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বাগআঁচড়ার নারিশ ফিশ ফিড লিমিটেডের ডিলারের ম্যানেজার রোকনুজ্জামান নাভারণ ও উলাশী বাজার থেকে ফিড কোম্পানির কালেকশন শেষে উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনীর সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে।
ঝিকরগাছার জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪), শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), একই গ্রামের তরিকুল ইসলাম (২৫) এবং ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩) দেশীয় অস্ত্র রামদা ও চাকু ব্যবহার করে রোকনুজ্জামানকে আঘাত করে এবং ৮ লাখ টাকা ছিনতাই করে।
ভিকটিমের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ধাওয়া করে ছিনতাইকারী হৃদয় ও ফয়সালকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অন্য দুই ছিনতাইকারী টাকা নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। তবে শার্শা থানা পুলিশের দ্রুত অভিযানে টাকা সহ তরিকুল ও রাব্বেলকেও আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রবিউল ইসলাম জানান, “খবর পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে ছিনতাইকারীদের টাকা সহ আটক করেছি। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।”
পুলিশ আরও জানায়, ছিনতাইকারীরা জনতার সন্দেহ এড়াতে কৌশল হিসেবে বিএনপির লোগো সংবলিত জার্সি পরে এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয়দের সাহসিকতা ও পুলিশের দ্রুত অভিযানে ছিনতাই হওয়া টাকা উদ্ধার হওয়ায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এমন দুঃসাহসী ছিনতাইয়ের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।







