যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়ায় প্রফেসর ড. শওকত আলীর প্রতিষ্ঠিত প্রাক-প্রাথমিক কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাতুড়িয়া কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ইদ্রিস সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রাতদিন সংবাদ